BangiyaSahitya বঙ্গীয় সাহিত্য সংসদ
সাহিত্য আর বিশ্লেষণ, বাঙ্গালীর অবলম্বন

ধর্মমঙ্গলে প্রান্তজন

- সুপ্রিয় কুমার দাস

DHARMAMANGALE PRANTAJAN
Dharmamangale Prantajan
by Supriya Kumar Das

ISBN - 9788193897812
Price - Rs. 150

 

ধর্মমঙ্গলে প্রান্তজন


মঙ্গলকাব্য ধারার অভিনব মঙ্গলগান ধর্মমঙ্গল। ধর্ম, দর্শন, রাজনীতি ও ইতিহাসের এক মেলবন্ধন লক্ষ্য করা যায় ধর্মমঙ্গলকাব্যে। ‘ধর্মমঙ্গলে প্রান্তজন’ গ্রন্থে মনি-মুক্তার মতো উৎকীর্ণ ধর্ম ঠাকুরের পরিচয়, পূজা, সমাজবাস্তবতায়।প্রান্তিক মানুষের সম্পৃক্ততা, তৎসহ প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের কাহিনি। গ্রন্থে ‘বিচিত্র পুরুষ’ ও ‘বিচিত্র নারী’ অধ্যায়ে নিম্নবর্গের সেই মানুষগুলির আত্মপ্রত্যয়, বঞ্চনা, শঠতা, সততার ছবি ধর্মমঙ্গল কাব্যের প্রাণসম্পদ। বীররসাত্মক এই কাব্যে আছে ইতিহাসের পদধ্বনি যা কাব্যকে করে তুলেছে গৌরবোজ্জ্বল। এছাড়া আছে মন্দির ও পূজার বিশেষ কিছু অঞ্চলের দুষ্প্রাপ্য চিত্র।


সুপ্রিয় কুমার দাস

কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ও পি.এইচ. ডি. সম্মান লাভ করেছেন। বি.এড. করেছেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুড় মঠ থেকে। বাংলা এবং বাংলার বাইরের পত্র-পত্রিকায় নিয়মিত লেখালিখি করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সঙ্গে সংযুক্ত। কাজ করেছেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অতিথি অধ্যাপক হিসাবে। ‘বিবেকসঞ্চার’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ সদস্য। ‘পাটুলি ইন্সটিটিউট ফর সোশ্যাল চেঞ্জ’ নামক মানবকল্যাণমুখী সংস্থার মুখ্যপদ অলঙ্কৃত করে আছেন। তিনি লিখেছেন কালপুরুষ (কাব্যগ্রন্থ), পুনশ্চ : ভাবনার আলোকে, প্রসঙ্গ : শ্রীকৃষ্ণকীর্তন, এছাড়া ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার বাংলা বিভাগে বেশ কিছু মডিউল প্রণেতা। মধ্যযুগের বাংলা রোমান্টিক আখ্যানে নারী-পুরুষের সম্পর্ক নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। ড. দাস মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে গবেষণাধর্মী কাজ করে চলেছেন।



×

বঙ্গীয় সাহিত্য সংসদ

DHARMAMANGALE PRANTAJAN

Dharmamangale Prantajan
by Supriya Kumar Das
ISBN - 9788193897812
Price - Rs. 150


Please Enter Your Contact Details

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

DHARMAMANGALE PRANTAJAN

Dharmamangale Prantajan
by Supriya Kumar Das
ISBN - 9788193897812
Price - Rs. 150


Thank you for placing your order.

We will contact you for more details regarding payment and shipment.

×

বঙ্গীয় সাহিত্য সংসদ

সবিনয়ে নিবেদন,

মন ভূবনের আলো-ছায়া অনূদিত হয় অক্ষরের টানে, সাহিত্যের সীমা ও সীমান্তে৷ এক ভাবনার ঢেউ ভিন্ন মনের তটে গিয়ে কুল ভাঙে, বসত গড়ে৷ লেখন ও পঠনের তীর ধরে বাউণ্ডুলে ভাবনার যাত্রাপথগুলি প্রায়শই গম্ভব্য খুঁজে পায়৷ সেইসব যাত্রাপথে কিছু আলোক সন্ধান দেবে আমাদের বইগুলি৷ বিষয়গুলি নাড়া দিয়ে যাবে চিন্তাশীল পাঠকের মনে, প্রাবন্ধিকের ভাবনাকে সমৃদ্ধতর করবে, ভেঙে দেবে কিছু প্রথাবদ্ধ ধারণাও৷ মননের সেই ঐতিহ্য ও আধুনিকতার ছন্দবন্ধনকে চিরন্তন করে রাখার প্রয়াশ ধরা আছে আমাদের প্রকাশনার মধ্যে, এ সম্বন্ধে আপনারাও অবহিত আছেন, সে প্রমাণ আমরা বারে বারেই পেয়েছি৷

আপনাদের সকলের সহযোগিতা, মতামত ও শুভেচ্ছা একান্ত কাঙ্ক্ষিত ৷

ধন্যবাদান্তে-
দেবাশিস ভট্টাচার্য

BANGIYA SAHITYA SAMSAD

6/2, Ramanath Majumdar Street
Opposite Chittaranjan College
Kolkata, West Bengal 700009
9830428405
bangiyasahityasamsad@gmail.com

আমরা বইয়ের বন্ধু, পাঠকেরও॥